1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ নভেম্বর ২০২২, ০৮:৪৯ অপরাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আমির খানের মা

অনলাইন ডেস্ক
  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা আমির খানের মা জিনাত হুসেইন। বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর সংবাদে এই তথ্য জানা গেছে।

গত ১৪ অক্টোবর দীপাবলির সময় মুম্বাইয়ের পঞ্চগনির বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন জিনাত হুসেইন। তখন থেকে মায়ের সঙ্গেই রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই বলিউড অভিনেতা। জিনাত হুসেইনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। আমিরের পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে নিয়মিত দেখা করছেন।

এর আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে শেষবার এসে আমির বলেছিলেন, তার সবচেয়ে বড় অনুশোচনা পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেন না। অভিনেতার কথায়, তিনি তার জীবনে পরিবার এবং সম্পর্কের গুরুত্ব দিয়ে মা, পরিবার ও সন্তানদের সঙ্গে বেশি করে সময় কাটানোর প্রয়োজনীয়তা বোধ করেন।

এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বক্স অফিসে বিফল হলেও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের মুখ দেখছে ছবিটি।

এমআই/এমএমএফ

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত