1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ নভেম্বর ২০২২, ০৮:২২ পূর্বাহ্ন

সমাবেশস্থল যেন বিএনপির উৎসবের মঞ্চ

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকেই বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা নামতেই বরিশাল বেলস পার্কে অবস্থান নেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান, গান আর আনন্দ-উল্লাসে সময় পার করছেন তারা।

jagonews24

সরেজমিন দেখা যায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। গণসমাবেশের জন্য তৈরি মঞ্চে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রেখেছেন নেতাকর্মীরা। গানের তালে তালে নানা ঢঙে নাচছেন বিভিন্ন বয়সের নেতাকর্মীরা।

jagonews24

পটুয়াখালীর মহিপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, ‘সমাবেশ শুরুর তিনদিন আগে আমি মোটরসাইকেল নিয়ে এসেছি। পথে পথে নানার বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা আগামী দিনের সমাবেশ সফল করতে বদ্ধপরিকর।’

কেন্দ্রীয় নেতাদের অনেকে এরই মধ্যে বরিশাল পৌঁছেছেন।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত