1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
রবিবার, ০৬ নভেম্বর ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন

মেয়ের বউভাতে এসে আর বাড়ি ফেরা হলো না বাবার

অনলাইন ডেস্ক
  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

রাজধানীর টিকাটুলির মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মোতালেবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের বউভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত মোতালেব হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা নামাপাড়া গ্রামে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

নিহতের ভাতিজা সজীব জানান, তার চাচা মোতালেব হোসেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। শুক্রবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোতালেবের মেয়ে মুক্তা আক্তারের সঙ্গে ফারুক হোসেনের বিয়ে হয়। আজ ঢাকার টিকাটুলিতে বরের বাড়িতে বউভাত অনুষ্ঠান ছিল।

তিনি আরও জানান, অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন মোতালেব। পথে টিকাটুলির মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত