ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে পাঁচ মামলায় ১৬ বছরের সাজাসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল ওয়াহিদ বাবুকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
এতে বলা হয়, শনিবার র্যাব-১০-এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী আনন্দবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে পাঁচ মামলায় সর্বমোট ১৬ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাজী মো. আব্দুল ওয়াহিদ বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে।
গ্রেফতার বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।