চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে পোল্ট্রি ফিড চুরির সময়ে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতাররা হলো— নুর নবী সোহেল (৩১), শাহাজাহান (৩২), সজিব (২৭), আশরাফুল ইসলাম (২০), বাঁচা মিয়া (৩৬) ও সোহাগ (২৮)।
শুক্রবার (৪ নভেম্বর) তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের পরিদর্শক রিপন কুমার দাস বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
রিপন কুমার দাস বলেন, সরাইপাড়ায় পোল্ট্রি ফিড বোঝাই একটি কাভার্ডভ্যানের দরজা খুলে পোল্ট্রি ফিড একটি পিকআপভ্যাপে তুলছিল চোরাই চক্রের সদস্যরা। এসময় কয়েকজন পালিয়ে গেলেও হাতেনাতে চক্রের ছয় সদস্যতে গ্রেফতার করা হয়। যারা পালিয়ে গেছে তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২৩০ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাদের থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।