1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ নভেম্বর ২০২২, ০৯:৩১ অপরাহ্ন

রাজধানীতে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনসহ গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক দুটি অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের মধ্যে চারজনকে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ও তিনজনকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— খোকন (৩৪), আলমগীর (৩৫), পরাণ দেওয়ান (৩৩), সারোয়ার হোসেন লিংকন (৩৩), সিজান (২৩), রিপন (২২) ও ইব্রাহিম (২১)।

jagonews24

শুক্রবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর কদমতলীর আলীবহর এলাকা ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করার সময় চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, দু’টি কাঠের লাঠি ও নগদ ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

অন্যদিকে, রাজধানীর শাহবাগ ওসমানী উদ্যান এলাকা ও কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। অভিযানে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু, দু’টি মোবাইল ও নগদ দুই হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‍্যাব।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত