1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ন

অগণতান্ত্রিক শক্তি যেন সংবিধানের ক্ষতি করতে না পারে

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

অগণতান্ত্রিক শক্তি যেন সংবিধানের আর কোনো ক্ষতি করতে না পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, সংবিধানের সংশ্লিষ্ট বিষয়গুলো শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে শিশু-কিশোররা তাদের অধিকার, দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হবে। ঐপনিবেশিক শাসনব্যবস্থা থেকে বের হয়ে জনবান্ধব শাসনব্যবস্থা প্রতিষ্ঠায়ও এটা সহায়ক হবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধান দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

jagonews24

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) প্রবীর কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরওয়ার কামাল, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন প্রমুখ।

মাহফুজুল হক শাহ বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ সংবিধান জানেন না। এজন্যই এখনো অনেক নাগরিক তাদের অধিকার, দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে সচেতন নয়। সংবিধানের চেতনার সঙ্গে যাদের মতাদর্শ মেলে না, তাদের রাজিনীতি থেকে নিষিদ্ধ করা উচিত।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, গোষ্ঠীস্বার্থে কেউ যেন আর সংবিধানের অপব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশের সংবিধানের পবিত্রতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত