চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে মো. নুরুল আমিন (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেলিয়াইল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার নুরুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাইটংপাড়া গ্রামের মো. রফিকের ছেলে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে টেলিয়াইল এলাকায় তল্লাশি চালিয়ে হানিফ পরিবহনের একটি বাস থেকে তিনশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কুমিরা হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।