1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
সোমবার, ০৭ নভেম্বর ২০২২, ১২:১৪ অপরাহ্ন

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৪

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) দিনগত রাতে মিরপুর-১৩ নম্বরে প্যারিস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

রুবেলের সহকর্মী আব্দুল কাদের সাংবাদিকদের জানান, ওই নির্মাণাধীন ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রুবেল। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত রুবেলের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবার নাম মো. মকবুল হোসেন। বর্তমানে রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত