1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন

টয়লেটের কমোডের চেয়েও বেশি জীবাণু থাকে যে জিনিসে

অনলাইন ডেস্ক
  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

প্রতিদিনের জীবন আরও সহজ হয়েছে স্মার্টফোনের গুণে। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ এই জিনিস যে জীবাণুর আঁতুরঘর তা হয়তো অনেকেরই জানা নেই।

গবেষণা বলছে, টয়লেটের কমোডে থাকা জীবাণুর চেয়ে ১০ শতাংশ বেশি জীবাণু থাকে হাতের মোবাইল ফোনে। শুধু টয়লেট নয়, বাইরে বেরিয়ে আপনি যেখানেই ফোন ব্যবহার করেন না কেন হাতে থাকা বিভিন্ন জীবাণু ফোনে ছড়ায়।

২০১৮ সালের এক সমীক্ষার তথ্যমতে, টয়লেট সিটের তুলনায় ফোন ৬ গুণ বেশি জীবাণু থাকে। সমীক্ষায় ৫০টি ফোন থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর দেখা যায় যে, গড় সংখ্যক ফোনে ১ হাজার ৪৭৯টি ব্যাকটেরিয়া আছে।

যেখানে টয়লেট সিটে থাকে শুধুমাত্র ২২০টি ব্যাকটেরিয়া। যদি কারও ফোনের ব্যাক কভার লেদারের হয় সেক্ষেত্রে টয়লেট সিটের তুলনায় ১৭ গুণ বেশি জীবাণু থাকে।

২০১৬ সালের এক সমীক্ষায় যুক্তরাজ্যের প্রায় হাজার জন কর্মচারী স্বীকার করেছেন যে, তারা শৌচালয়ে ফোন ব্যবহার করেন। এতে ফোনে অদৃশ্য মল ও মূত্রের ফোঁটা লাগে, যা ব্যক্তির হাতেই স্থানান্তরিত হয়।

এজন্য টয়লেটে ফোন ব্যবহার করা বন্ধ করুন। এরপর ফোনসহ ইলেকট্রনিক স্ক্রিনকে ওয়াইপ বা নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত