1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ নভেম্বর ২০২২, ০৯:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত নুরুল হক সিকদারের ছেলে নিয়ামুল সিকদার (২৮) ও একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (৭)। মোস্তাইন সম্পর্কে নিয়ামুলের শ্যালক।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, শ্যালক মোস্তাইনকে নিয়ে মোটরসাইকেলে করে জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন নিয়ামুল। তারা পাইককান্দি ফকিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত