1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ নভেম্বর ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন

উৎসবমুখর দলবদল, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মোহামেডানের

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ছয়টি ঘোড়ার গাড়ি, সঙ্গে বাদ্যবাদক দল। শতশত সমর্থক সাদা-কালো টি-শার্ট গায়ে ও পতাকা হাতে স্লোগান দিয়ে যাচ্ছে মোহামেডান-মোহামেডান বলে।

দুপুরের পর থেকেই মতিঝিলের মোহামেডান ক্লাব প্রাঙ্গন মুখরিত সমর্থক-কর্মকর্তাদের পদচারনায়। ক্লাবের পরিচালক (প্রশাসন) কাজী ফিরোজ রশিদ এমপির নেতৃত্বে ক্লাব থেকে মোহামেডানের খেলোয়াড়দের বাফুফে ভবনে নিয়ে আসা হয় ঘোড়ার গাড়িতে চড়িয়ে।

jagonews24

তারপর বাফুফে সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান কাজী মো. সালাউদ্দিনের উপস্থিতিতে ৩২ জন খেলোয়াড়ের তালিকা জমা দেন ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এ সময় বাফুফে ভবনের মাঠ মোহামেডান মোহামেডান স্লোগানে মাতিয়ে রেখেছিল ক্লাবের হাজারখানেক সমর্থক। মোহামেডান সমর্থকরা আশা করছে, এবার তাদের প্রিয় দল এখনও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাবে।

খেলোয়াড় তালিকা দেওয়া জমা দেওয়ার সময় বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, মোহামেডানের পরিচালক (প্রশাসন) কাজী ফিরোজ রশিদ এমপি, পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন, লিগ কমিটির সদস্য আবদুর রহিম, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, মোহামেডানের প্রধন কোচ সফিকুল ইসলাম মানিক ও অধিনায়ক সোলেমান দিয়াবাতে উপস্থিত ছিলেন।

মোহামেডানের প্রধান কোচ সফিকুল ইসলাম মানিক যেমন বলেছেন, ‘এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছি।’ তেমনি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরও বলেছেন, ‘আমরা ভালো দল গড়েছি। এই দল নিয়ে অন্তত দুটি ট্রফি এবার আমরা ঘরে তুলবো।’

বিগত মৌসুম গুলোতো মোহামেডান দল তৈরি করেছিল ৫-৬ নম্বর হওয়ার জন্য। কোচ সফিকুল ইসলাম মানিক এবার সে কথা উল্লেখ করে বলেছেন, ‘এ বছর প্রথম থেকেই আমাদের লক্ষ্যটা একটু ভিন্নই ছিল। সবাই বলছিল আমরা ৫-৬ নম্বরের জন্য টিম করছি। এমন একটা কথা উঠেছিল। এই বছর আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য দল করবো। সে লক্ষ্য নিয়েই আমাদের দল গঠন করা।’

‘প্রথম আমরা গত বছরের টিম থেকে ভালো খেলোয়াড়দের রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। তারপর অন্য ক্লাব থেকে খেলোয়াড় এনে ভালো দল করার চেষ্টা করেছি। কাউকে পেয়েছি, কাউকে পাইনি। আমাদের বেস্ট যে তিনজন খেলোয়াড় চেয়েছিলাম তাদের এখন পর্যন্ত পাইনি। তাদের পাবো প্রত্যাশা করে আমরা ৩২ জন খেলোয়াড়ের তালিকা জমা দিলাম। ওই তিন জনের জন্য আমরা এখনো অপেক্ষায়।’

jagonews24

যে ৩২ জনের তালিকা জমা দিয়েছে মোহামেডান তার মধ্যে পুরোনো ১৩ জন। এই ১৩ জন হলেন-আহসান হাবিব বিপু, রাজিব হোসেন, সৈয়দ রাকিব খান ইভান, আমির হাকিম বাপ্পী, সোলেমান দিয়াবাতে, জাফর ইকবাল, শাহরিয়ার ইমন, আবিদ হোসেন, সাকিব আল হাসান, আশরাফুল হক আসিফ, মিনহাজ আবেদীন বিল্লু, মো. শান্ত ও সুজন হোসেন।

১৪ জন খেলোয়াড় মোহামেডান এনেছে অন্য ক্লাব থেকে। তারা হলেন-স্বাধীনতা ক্রীড়া সংঘ থেকে সজল ইসলাম কলিন, মুক্তিযোদ্ধার মেহেদী হাসান, মোস্তাক, সাইফ স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেন, জাহিদ হোসেন, বাফুফে একাডেমির মিরাজ, শেখ রাসেলের মানিক মোল্লা, বসুন্ধরা কিংসের মাহবুবুর রহমান সুফিল, আলমগীর রানা, উত্তরা ফ্রেন্ডসের মইনুল ইসলাম মইন, রহমতগঞ্জের সানোয়ার লাল, উত্তরা আজমপুর ক্লাবের নয়ন মিয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মুরাদ।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত