1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
সোমবার, ০৭ নভেম্বর ২০২২, ১২:১৩ অপরাহ্ন

ব্রাজিলের কাছে ৫ গোল খেলো ভারত

অনলাইন ডেস্ক
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। প্রথম দুই ম্যাচে আমেরিকা ও মরক্কোর কাছে হারের পর শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়তে পারে ভারতের মেয়েরা, সেটাই ছিল দেখার।

কিন্তু না, কোনো লড়াই করতে পারেনি। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে ভারত। প্রতিযোগিতায় সব মিলিয়ে তিন ম্যাচে ১৬ গোল হজম করে বিদায় নিয়েছে স্বাগতিকরা।

সোমবার ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেলেসাওরা। ব্রাজিলের একের পর এক অ্যাটাক আছড়ে পড়তে থাকে ভারতের রক্ষণে। ম্যাচের ১১ মিনিটে গ্যাব্রিয়েল বার্চন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

প্রথম গোল খাওয়ার পর বেশ কিছু সময় ব্রাজিলকে আটকে রেখেছিল ভারতের মেয়েরা। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল পায় ব্রাজিল। গোল করেন অ্যালিন গোমস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে ফেলে সাম্বা ব্রিগেড। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিন গোমস। ব্রাজিলের চতুর্থ গোল আসে ম্যাচের ৮৬ মিনিটে। দূরপাল্লার শটে গোল করেন লারা দান্তাস ফেরেইরা স্যান্টস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন লারা।

এর আগে আমেরিকার কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হারের মুখ দেখতে হয় তাদের। শেষ ম্যাচেও বড় হারই সঙ্গী হলো।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত