1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
সোমবার, ০৭ নভেম্বর ২০২২, ০৭:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপের আগে দুঃসংবাদ ব্রাজিলের, ছিটকে গেলেন তারকা ফুটবলার

অনলাইন ডেস্ক
  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

কাতার বিশ্বকাপ শুরু হতে আর একমাসের বেশি কিছু সময় বাকি আছে। এর মধ্যে দলগুলো সবচেয়ে বড় চিন্তা, তাদের তারকাদের রক্ষা করা। কেউ যদি এর মধ্যে ইনজুরিতে পড়ে যান, তাহলে তো সর্বনাশ।

বিশ্বকাপের আগে যেহেতু ইউরোপের বিভিন্ন দেশসহ প্রায় সর্বত্রই চলছে লিগের খেলা, ফলে এই চোট আঘাতের প্রবণতা বেড়েই চলছে। ঠিক এমন পরিবেশেই বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল দলের জন্য এল খারাপ খবর।

ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ব্রাজিল মিডফিল্ডার আর্থার মেলো। মিডফিল্ডার আর্থার মেলোকে তারা পাবে না কাতার বিশ্বকাপে। উরুতে গুরুতর চোট পেয়েছেন মেলো।

প্রসঙ্গতঃ আর্থার মেলো প্রিমিয়ার লিগে খেলেন লিভারপুলের হয়ে। তিনি নিজেই জানিয়েছেন, কাতার বিশ্বকাপে এবার আর খেলা হবে না। নিজের ইন্সটাগ্রামে একটি বিবৃতি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন।

ইনস্টাগ্রামে আর্থার মেলো লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন আমার বাঁ-পায়ের উরুতে চোট রয়েছে। আর সে কারণেই আমাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এমন সময়ে ঘটনাটা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। কঠোর পরিশ্রম এবং অনেক সময় দেওয়ার পরই আমি আমার নতুন দলে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। আমি আমার স্বপ্নের জন্য লড়াই করব। আমার স্বপ্ন হল বিশ্বকাপে খেলা।’

মেলোর ব্রাজিলের হয়ে অভিষেক ২০১৮ সালে। এরপর থেকে জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলে ফেলেছে। গত মৌসুমে খেলেছিলেন জুভেন্টাসের হয়ে। এই মৌসুমে তিনি খেলছেন লিভারপুলের হয়ে। জুভেন্টাস থেকে লিভারপুল তাকে নিয়েছে লোনে।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত