অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়া রোমাঞ্চকর এক লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে ৪ রানে। এতে বিদায় হয়ে গেছে ৪ পয়েন্ট জোগাড় করা শ্রীলঙ্কার। শেষ ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও এখন আর লাভ হবে না।
অস্ট্রেলিয়া (-০.১৭), নিউজিল্যান্ড (+২.১১) দুই দলেরই এখন সমান ৭ পয়েন্ট। যার অর্থ নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে অসিদের জয়ে। কিন্তু ৭ পয়েন্ট নিয়েও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়া আজ কিউইদের রানরেটে পেছনে ফেলতে পারতো যদি আফগানিস্তানকে ১৮৫ রানে হারাতো, যেটা বলতে গেলে অসম্ভব ছিল। বোঝাই যাচ্ছে, গ্রুপপর্বে কিউইদের কাছে ৮৯ রানের হারটিই ঝুঁকিতে ফেলে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
আগামীকাল ইংল্যান্ডের শেষ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও কোনো লাভ নেই (৬ পয়েন্ট হবে)। তবে ইংল্যান্ড জিতলে কপাল পুড়বে অসিদের।
কেননা ইংল্যান্ড লঙ্কানদের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭। অস্ট্রেলিয়ার থেকে রানরেটে বেশ এগিয়ে ইংলিশরা (০.৫৪)। যার অর্থ ইংল্যান্ড জিতলে গ্রুপ থেকে কিউইদের সঙ্গে তারাই সেমিফাইনালে উঠবে।
এদিকে ‘বি’ গ্রুপের লড়াই তো আরও জটিল। এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলেরই। প্রতিটি দলেরই একটি করে ম্যাচ বাকি।
ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫, বাংলাদেশ আর পাকিস্তানের ৪ করে। অর্থাৎ চার দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে।
বাংলাদেশ পাকিস্তানকে শেষ ম্যাচে হারাতে পারলে আর দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায়, তবে টাইগাররা ৬ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গে সেমিফাইনালে চলে যাবে। একইভাবে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা আছে।
তবে দক্ষিণ আফ্রিকা (নেদারল্যান্ডসের বিপক্ষে) আর ভারত (জিম্বাবুয়ের বিপক্ষে) যদি নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয়, তবে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচে জয়-পরাজয়ে কিছু যাবে আসবে না। সেক্ষেত্রে ভারত আর দক্ষিণ আফ্রিকাই নাম লেখাবে শেষ চারে।