1. [email protected] : admin :
  2. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ নভেম্বর ২০২২, ০৫:২৩ অপরাহ্ন

ইলনের ছাঁটাইয়ের ‘বলি’ হয়েই টুইট, প্রশংসায় ভাসছেন যুবক

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই টুইটার কর্মীরা চাকরি নিয়ে অনিশ্চিয়তার মধ্যে ছিলেন। তবে, তাদের সে আশঙ্কা বাস্তবে রূপ নেয় শুক্রবার (৪ নভেম্বর) থেকে। এদিন আনুষ্ঠানিকভাবে প্রায় সাত হাজার ৫০০ কর্মীকে ছাঁটাই করার কাজ শুরু করেন ইলন।

এরই মধ্যে অনেকেই তাদের ছাঁটাইয়ের বার্তা ব্যক্তিগত ই-মেইলে পেয়ে গেছেন। ইলন মাস্কের এমন সিদ্ধান্তে অনেকেই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

তবে টুইটারের পাবলিক পলিসি বিভাগে কাজ করা ইয়াশ আগারওয়াল নামের ভারতীয় এক যুবক বেশ উৎফুল্লভাবে নিজের ছাঁটাইয়ের খবরটি টুইট করেছেন। ২৫ বছর বয়সী ইয়াশ চাকরি হারানোয় কোনো ক্ষোভ বা দুঃখ প্রকাশ করেননি, বরং টুইটারের অফিসে কাটানো সময়ের প্রশংসা করেছেন তিনি।

শেষ দিনের মতো অফিসে এসে টুইটারের লোগো সংবলিত দুটি কুশন হাতে ধরে তোলা ছবির সঙ্গে টুইটে তিনি লেখেন, এই মাত্র আমাকে ছাঁটাই করা হয়েছে। টুইটারের সঙ্গে কাজ করতে পারা ও এ সংস্কৃতির অংশ হতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের। যেখানেই কাজ করুন না কেন, সে জায়গাটিকে ভালোবাসুন। আমি টুইটারকে ভালোবাসি।

কয়েক ঘণ্টা আগে পোস্ট করা ওই টুইটে তিন হাজার ৩০০টিরও বেশি লাইক ও বেশ কয়েকটি মন্তব্য পেয়েছে। অনেকেই জীবনের প্রতি ইয়াশের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।

ইয়াশের ওই টুইটে এক ব্যক্তি কমেন্ট করেন- আপনার প্রতি অনেক ভালোবাসা। আপনার কাজগুলো সবসময় অনুপ্রেরণাদায়ক। আমি নিশ্চিত, আপনি পরবর্তী সময়ে আশ্চর্যজনক কোনো কাজ করতে যাচ্ছেন।

আরেকজন ব্যক্তি কমেন্ট করেন- জীবনের প্রতি এ ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুব কমই দেখা যায়। আপনার সবকিছুতে সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।

আরও পড়ুন
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত